কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪শ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার ডিএনসির একটি বিশেষ টিম কলাতলী লাইট হাউজ পাড়া এবং সাংস্কৃতিক কেন্দ্রের সামনে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে লাইট হাউজ পাড়ার মো. সাদেক মিস্ত্রির ছেলে নুর মোহাম্মদ (৩০) কে ২০০ পিস ইয়াবাসহ এবং উখিয়া থানার জালিয়াপালং ইউনিয়নের মৃত মাহমুদুল্লাহ সওদাগরের ছেলে মো. বদিউল আলম প্রকাশ আলমগীরকে ২০০ পিস ইয়াবাসহ আটক করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় দুইটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ওডি/
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড