মুন্সিগঞ্জ প্রতিনিধি
নিখোঁজের ১৮ দিন পর মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ডোবা থেকে হাসান (১৭) নামে এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার হোসেন্দী বাজার সংলগ্ন নয়াপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ওই তরুণ হোসেন্দী গ্রামের মো. শামীম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, গত ২১ ডিসেম্বর রাতে খাবার খেয়ে পাশের একটি টিনের ঘরে ঘুমিয়েছিলেন হাসান। পরদিন সকালে তাকে ঘরে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এরপর থেকেই তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে শুক্রবার বাড়ির পাশের ডোবা থেকে আসা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ছেলের অর্ধগলিত লাশের সন্ধান পায় বাবা-মা।
হাসানের বাবা শামীম হোসেন জানান, সকালে বাড়ির পাশের ডোবা থেকে দুর্গন্ধ পেয়ে তিনি ও তার স্ত্রী দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন : একমাত্র ছেলের হাতেই জীবন প্রদীপ নিভল মায়ের
গজারিয়া থানার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সুজিত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশটি অনেক দিনের হওয়ায় পচে-গলে গেছে। ময়না তদন্ত শেষে ওই তরুণের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে নিখোঁজের ঘটনায় থানায় কোনো অভিযোগ বা জিডি করা হয়নি বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড