নারায়ণগঞ্জ প্রতিনিধি
অনুমোদনবিহীন অগ্নি নির্বাপক যন্ত্রের বিক্রয় কেন্দ্রে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারায়ণগঞ্জে রফিকুল ইসলাম (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁনমারী এলাকায় ‘সেফটি ফার্স্ট’ নামের ওই দোকানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল নোয়াখালী জেলার লক্ষ্মীপুর এলাকার মমিন উল্লাহর ছেলে।
ঘটনার পর থেকে দোকানের মালিক রিয়াজ পলাতক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার ড্রীম হাউজ নামের ৭ তলা ভবনের নিচতলায় দীর্ঘদিন ধরে অগ্নি নির্বাপক যন্ত্রপাতি বিক্রয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। বৃহস্পতিবার বেলা ২টার দিকে হঠাৎ প্রতিষ্ঠানের ভেতরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফারণে প্রতিষ্ঠানের ভেতরেই শ্রমিক রফিকুল ইসলামের মৃত্যু হয়।
বিষয়টিতে ফায়ার সার্ভিসের এক সদস্য বলেন, কার্বন-ডাই-অক্সাইড ও ড্রাই পাউডার মেশানোর সময় হয়তো বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
আরও পড়ুন : সিলিং ফ্যানে ঝুলিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী লাপাত্তা
ঘটনার সত্যতা স্বীকার করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন বলেন, রফিকুল ইসলাম অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন-ডাই অক্সাইড গ্যাস ভরার সময় বিস্ফোরণটি ঘটেছে। অগ্নি নির্বাপক যন্ত্রের বিক্রয় কেন্দ্রটির বৈধতা আছে কিনা সে বিষয়ে ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি আমরাও ঘটনার তদন্ত করব।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড