কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবির থেকে আট হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-১৬)।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকালে উপজেলার তাজনিমারখোলার ১৯ নম্বর শিবিরের ব্লক-ডি-১ এর মৌলভী শামছুল আলমের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- উখিয়া তাজনিমারখোলার ১৯ নম্বর রোহিঙ্গা শিবিরের ব্লক-ডি-১ এর বাসিন্দা ও আবু ছিদ্দিকের ছেলে মৌলভী শামছুল আলম (৫৬) এবং তার স্ত্রী ছখিনা বানু (৪০)।
এপিবিএন-১৬ এর অধিনায়ক তরিকুল ইসলাম ইয়াবাসহ রোহিঙ্গা দম্পতিকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকালে ১৯ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা মৌলভী শামছুল আলমের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় শামছুল ও তার স্ত্রীর স্বীকারোক্তিতে একটি ট্রাংকের ভেতর থেকে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। পরে মাদক রাখার অপরাধে ওই রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়।
আরও পড়ুন : পাবনায় দুই বছরের শিশু খুন
এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে ওই রোহিঙ্গা দম্পতিকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড