নারায়ণগঞ্জ প্রতিনিধি
ভাগ্নের জন্য দুধ কেনাকে কেন্দ্র করে দুলাভাই ও শ্যালকের সাথে কথা কাটাকাটির জের ধরে শ্যালক সুমন ( ২৭) খুন হয়েছে। এলাকাবাসী দুলা ভাই হাবীবকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার ( ৮ জানুয়ারী) রাত সাড়ে ১১ টার দিকে নারায়ণঞ্জের ফতুল্লার মুসলিমনগর নয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন (২৭) কিশোরগঞ্জ জেলার রশিদাবাদ গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে। আটক হাবিবুল্লাহ একই এলাকার মাহতাব উদ্দিনের ছেলে।
নিহতের বোন হোসনেআরা দৈনিক অধিকারকে বলেন, ৩ বছর আগে হাবিবুল্লাহর সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তার স্বামী ঠিক মতো কাজ করে না। ৫ মাস আগে একটি ছেলে সন্তান তাদের সংসারে জন্ম নেয়।
তিনি আরও জানান, প্রায় এক মাস ধরে শিশু পুত্রের দুধ কিনে দেয়না তার স্বামী । এ নিয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে তার বাসায় সুমনের সঙ্গে তার স্বামীর তর্ক হয়। এক পর্যায়ে ১২টার দিকে সুমন বাড়ির সামনে রাস্তায় দাড়ালে হাবিবুল্লাহ পিছন থেকে গিয়ে পরপর কয়েকটি ছুরিকাঘাত করে। এসময় স্থানীয় লোকজন হাবিবুল্লাহকে আটক করে। পরে সুমনকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, ময়না তদন্তের জন্য সুমনের লাশ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড