কুলাউড়া প্রতিনিধি, মৌলভীবাজার
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আসন্ন ১৬ জানুয়ারির নির্বাচনের প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করায় অংশগ্রহণকারী ৭ প্রার্থীকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে এ জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এর নেতৃত্বে এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আহসান ইকবালসহ কুলাউড়া থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
অভিযান কালে প্রচারণায় নির্দিষ্ট পরিমাপের চেয়ে বড় পোস্টার ব্যবহার, দেয়ালে পোস্টার ও স্টিকার লাগানো, বিলবোর্ড লাগানোর অপরাধে ৭ জন কাউন্সিলার প্রার্থী থেকে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড করে জরিমানা আদায় করা হয়েছে।
অর্থদণ্ড প্রাপ্ত প্রার্থীরা হলেন- ৩নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী মস্তফা সালেহ আহমদ ৩ হাজার টাকা ও কামাল আহমদ ৪ হাজার টাকা, ৫নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী জহির খান ৩ হাজার টাকা, ৯নং ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী জয়নাল আবেদীন বাচ্চু ৩ হাজার টাকা, মাসুক মিয়া ৩ হাজার টাকা, ইশ্রাব আলী ১ হাজার টাকা ও সংরক্ষিত ২ নং ওয়ার্ডের প্রার্থী আনোয়ারা বেগম ১ হাজার টাকাসহ মোট ৭জন প্রার্থীকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
উল্লেখ্য, এনিয়ে ৩ দিনের অভিযানে ২৩ জন প্রার্থীর কাছ থেকে জরিমানা করে মোট ৯৫ হাজার টাকা টাকা আদায় করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড