সারাদেশ ডেস্ক
সাভারে বাসচাপায় কাওসার বিন হাসান (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাওসার বিন হাসান সাভারের আশুলিয়া থানার ভাদাইল এলাকার সুরুজ আলীর ছেলে। তিনি সাভার বেপজা পাবলিক স্কুল ও কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে হাসান মোটরসাইকেলে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে গাবতলী যাচ্ছিলেন। তিনি গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সাভার হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওযা হবে। হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হলেও এর চালককে আটক করা যায়নি।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড