কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটি
রাঙ্গামাটির কাপ্তাইয়ে দুটি দেশীয় চোলাই মদের কারখানা ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়ার দুইল্যাছড়ি এলাকায় ট্রাস্কফোর্সের অভিযানে কারখানা দুটি ধ্বংস করা হয়।
অভিযানে ৩৫ লিটার চোলাই মদ, ৪৮শ’ লিটার মদ তৈরির উপকরণ, ৩৩০টি এলুমিনিয়াম পাতিল, ১১টি ড্রাম, ১৭টি জার এবং ২টি বালতি জব্দ করা হয়।
ট্রান্সফোর্সের সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে কারখানা মালিক পালিয়ে যায় বলে জানান রাঙ্গামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান। তিনি বলেন, অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।
কাপ্তাই ইউএনও মুনতাসির জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানা দুটি ধ্বংস করা হয়। অভিযানে বিপুল পরিমাণে মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড