সারাদেশ ডেস্ক
পঞ্চগড় সদর উপজেলায় সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) কক্ষ থেকে ইউপি সদস্যসহ চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে আটকদের কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) দিনগত রাতে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ইউপি সদস্য আব্দুল হামিদ (৪৫) এবং ওই ইউনিয়নের আবু হোসেন (৪১), জাহেদুল হক (৩৫) ও আব্দুর রশিদ (৪০)।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিনগত রাতে সদর ইউপি কার্যালয় থেকে ওই চার জুয়াড়িকে আটক করা হয়। আটক ইউপি সদস্যের নেতৃত্বে ও ইউপি চৌকিদার রুস্তম আলীর ছেলে শাহজাহানের সহযোগিতায় প্রায়ই জুয়া খেলার আসর বসতো বলে জানা গেছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড