ঈশ্বরদী প্রতিনিধি, পাবনা
সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে ঈশ্বরদী ট্রাফিক পুলিশ। পাবনার নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলামের নির্দেশে এ কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) শহরের রেলগেট, প্রধান সড়ক, বাজার এলাকা, দাশুড়িয়া গোলচত্বর ট্রাফিক মোড় ও পাকশী রূপপুর মোড় সড়কে মোটর সাইকেলের লাইসেন্স, রেজিস্ট্রেশন, হেলমেট আছে কিনা- এসব দেখা হয়েছে।
ঈশ্বরদীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) নাজমুল ইসলাম জানিয়েছেন, তিনদিনে মোট ১১টি নম্বরবিহীন মোটর সাইকেল আটক করা হয়েছে। মামলা হয়েছে ৪২৬টি মোটর সাইকেলের বিরুদ্ধে।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, ৪ জানুয়ারি থেকে পুলিশ জেলার মাঠপর্যায়ে কাজ শুরু করেছে। ঈশ্বরদীসহ জেলা শহরের প্রধান সড়ক ও উপ-সড়কগুলোতে লাগামহীন যানজটের কারণে নাকাল স্থানীয়রা। বৈধ-অবৈধ ও অনুমোদনবিহীন গাড়ি চলাচল ও যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণেও সড়কগুলো শৃঙ্খলাহীন হয়ে পড়ছিল।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড