গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর গাছা থেকে ৯ হাজার ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা।
বুধবার (৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে হাজীরপুকুর এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো- মো. এরশাদ মোল্লা (৩৭), মোহাম্মদ ফারুক (৩১), মো. শরিফুল ইসলাম সুমন (৪০), সাহিদুল ইসলাম সোহেব (৩০)।
গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছয়দানা হাজীর পুকুরপাড় ষ্টিলটেক ইন্ডাস্ট্রিজ লি. এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে ৯ হাজার ৬শ’ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার, নগদ ৩ হাজার ১শ ২০ টাকা এবং আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজসে চোরাইপথে ইয়াবা আমদানি করে গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রয় করছিল।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড