যশোর প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলায় জালাল বিশ্বাস (৫৫) নামে এক চা দোকানিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার খালিয়া গ্রামের ইদগাহের সামনের রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
চা দোকানি জালাল বিশ্বাস উপজেলার খলিয়া গ্রামের আজিবর বিশ্বাসের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার খালিয়া গ্রামের মোড়ে জালাল বিশ্বাসের একটি চায়ের দোকান রয়েছে। দীর্ঘ ২০ বছর ধরে তিনি সেখানে চা বিক্রি করেন। বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে দোকানের উদ্দেশে বের হন। একপর্যায়ে সকালে গ্রামের ইদগাহের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরবর্তীকালে সকালে খেজুরের রস সংগ্রহ করতে যাওয়ার সময় এক ব্যক্তি রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীদের বিষয়টি জানান। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ সকাল আটটার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
আব্দুল জলিলের স্ত্রী শাহিদা বেগম বলেন, আমার স্বামী প্রতিদিন ভোরে উঠে দোকানে যেতেন। আজও তিনি ভোরে উঠে দোকানে রওয়ানা হন। পরে তার মৃত্যুর খবর পাই।
আরও পড়ুন : রশিতে ঝুলছিল স্বামীর লাশ, বিছানায় স্ত্রীর
লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, ময়না তদন্তের জন্য নিহতের লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে হত্যার ব্যাপারে কিছু জানা যায়নি। তবে আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড