সারাদেশ ডেস্ক
ফরিদপুরে নিজ বাড়ি থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ জানুয়ারি) দুপুরে জেলার সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চরকৃষ্ণনগর গ্রাম থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন– চরকৃষ্ণনগর গ্রামের লামিয়া মিম (২০) ও তার স্বামী কুষ্টিয়া সদর উপজেলার হাট্টা হরিপুর গ্রামের বিপ্লব মিয়া (২৫)। পেশায় বিপ্লব ইটভাটা শ্রমিক। বিয়ের পর লামিয়ার বাবার বাড়িতে আলাদা টিনের ঘর তুলে বসবাস করতেন ওই দম্পতি।
লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে কোতোয়ালি থানার ওসি মোরশেদ আলম জানান, আর্থিক অসচ্ছলতার কারণে বিপ্লব ও লামিয়ার মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। বুধবার দুপুরে লামিয়ার মরদেহ ঘরে লেপে মোড়ানো অবস্থায় এবং বিপ্লবের মরদেহ রশিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
আরও পড়ুন : কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় ময়না তদন্তের জন্য ওই দম্পতির লাশ ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড