কক্সবাজার প্রতিনিধি
যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে কক্সবাজারের রামু উপজেলায় নাসরিন জাহান বৈশাখী (২২) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
বুধবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্রী উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের সওদাগর পাড়া এলাকার মৃত দলিলুর রহমানের মেয়ে। তিনি সম্প্রতি রামু সরকারি কলেজ থেকে বিএ পাশ করেন। পড়ালেখার পাশাপাশি নিহত ওই কলেজছাত্রী রামুর একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন। চাকরি শেষে বাড়ি ফেরার সময় বুধবার তিনি এ দুর্ঘটনায় প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে কক্সবাজারমুখী স্বাধীন ট্রাভেলস পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজি চালক ও কলেজছাত্রী নাসরিনসহ তিনজন আহত হন। এর মধ্যে নাসরিন জাহান বৈশাখী দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে প্রাণ হারান। এছাড়া আহত অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স কলেজছাত্রী নাসরিন জাহান বৈশাখীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : ভোলায় দুই বন্ধু মিলে স্কুলছাত্রীকে ধর্ষণ, আশঙ্কাজনক অবস্থা
এ দিকে, দুর্ঘটনার পর রামু থানা এবং তুলাবাগান হাইওয়ে পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি স্থানীয় জনতার মাধ্যমে আটক হওয়া দুর্ঘটনাকবলিত বাসটি রামু থানা হেফাজতে নেয় পুলিশ।
নাসরিন জাহান বৈশাখীর মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার-পরিজন, সহপাঠীসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড