সারাদেশ ডেস্ক
ময়মনসিংহের গৌরীপুরে রেললাইন থেকে মাথা থেঁতলানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়া হয় ।
বুধবার (৬ জানুয়ারি) সকালে গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকা থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন বলেন, রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় পলিথিনে মোড়ানো এক ছেলে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ খবর ছড়িয়ে পড়লে গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির টিম ঘটনাস্থলে গিয়ে মাথা থেঁতলানো নবজাতকের মরদেহ উদ্ধার করে।
আশরাফ উদ্দিন আরও বলেন, নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেন থেকে ফেলে দেয়ার কারণে নবজাতকের মাথা থেঁতলে গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
ওডি/
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড