সারাদেশ ডেস্ক
সিরাজগঞ্জের তাড়াশে নুপুর (১২) নামে এক মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নুপুর ওই গ্রামের রেজাউল করিমের মেয়ে। সে হামকুড়িয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
সোমবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, রবিবার সন্ধ্যার পরে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আতহত্যার চেষ্টা করে নুপুর। সেসময় বাড়ির লোকজন টের পেয়ে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
আরও পড়ুন : জন্মের চেয়ে মৃত্যু বেশি দক্ষিণ ...
তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, খবর পেয়ে সোমবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড