সারাদেশ ডেস্ক
ফেনীতে দেয়াল চাপা পড়ে হাবিবুর রহমান (২৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত হাবিব চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মহিবুল হকের ছেলে।
রবিবার (৩ জানুয়ারি) সকালে ফেনী শহরের নাজির রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল থেকেই ওই এলাকার উকিল বাড়িতে শ্রমিকরা ফ্লোর (মেঝে) ঢালাইয়ের জন্য মাটি খুঁড়ছিলেন নির্মাণ শ্রমিকরা। এসময় হঠাৎ পাশের সীমানাপ্রাচীর ধসে শ্রমিকদের ওপর পড়ে। দ্রুত আশপাশের লোকজন এগিয়ে এসে হাবিবুর রহমান ও আরিফ হোসেন নামের দুই শ্রমিককে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করে এবং আরিফকে হাসপাতালে ভর্তি করায়।
আরও পড়ুন : বারমুডা ট্রায়াঙ্গেলে ২০ যাত্রীসহ ...
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার জানান, নিহত শ্রমিকের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড