• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবৈধভাবে পাহাড়ি এলাকার মাটি কাটায় জরিমানা

  সারাদেশ ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২০, ১৫:১৮
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে পাহাড়ি এলাকার টিলা কেটে লাল মাটি বিক্রি করার দায়ে দুই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জানা গেছে, উপজেলার প্রভাবশালী কয়েকজন মাটি ব্যবসায়ী উপজেলার আজগানা, বাঁশতৈল, তরফপুর ও লতিফপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে পাহাড়ি এলাকার টিলার লাল মাটি ভেকু মেশিন দিয়ে কেটে রাতের অন্ধকারে ড্রামট্রাক ভর্তি করে অন্যত্র বিক্রি করছিলেন। এতে পরিবেশ ও রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছিল।

খবর পেয়ে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জোবায়ের হোসেনের নেতৃত্বে লতিফপুর ইউনিয়নের টাকিয়া কদমা এলাকায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এসময় লালমাটি ভর্তি দুটি ড্রাম ট্রাক আটক করা হয়। পরে ট্রাক ও মাটির মালিক গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামের মো. হযরত আলীর ছেলে মো. শওকত হোসেনের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া গত সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গোড়াই এলাকায় অভিযান চালিয়ে জামান মিয়া নামের এক ব্যবসায়ীর কাছ থেকেও লাল মাটি কাটার অপরাধে এক লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. জোবায়ের হোসেন বলেন, ‘অবৈধভাবে পাহাড়ের টিলা কেটে লাল মাটি বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে, এ অভিযান অব্যাহত থাকবে।’

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড