• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনায় আক্রান্ত চার রোগী, লকডাউন ফরিদপুর হার্ট ফাউন্ডেশন

  ফরিদপুর প্রতিনিধি

২৯ ডিসেম্বর ২০২০, ২০:৫৮
লকডাউন
ছবি : প্রতীকী

ফরিদপুরে ঝিলটুলী মহল্লায় শহীদ সুফী সড়কে অবস্থিত ফরিদপুর হার্ট ফাউন্ডেশন লকডাউন করা হয়েছে। এ ফাউন্ডেশনে চিকিৎসারত চারজন রোগীর শরীরে করোনা সনাক্ত হওয়ায় এবং আরও ছয়জন এ রোগে আক্রান্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর এ কারণেই মঙ্গলবার থেকে হার্ট ফাউন্ডেশন তিনদিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

এ ঘোষণার পর ফাউন্ডেশনে চিকিৎসাধীন সকল রোগীর ভর্তি বাতিল করা হয় এবং চিকিৎসা নিতে আসা সকল রোগীকে ফিরিয়ে দেওয়া হয়।

ফরিদপুর ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধানে পরিচালিত হয় ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতাল। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আ.স.ম জাহাঙ্গীর চৌধুরী বলেন, হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা নিতে আসা চারজনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া আরও ছয়জনের করোনা উপসর্গ দেখার পর হার্ট ফাউন্ডেশন তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, প্রকৃতপক্ষে লক ডাউন করতে হয় ১৪ দিনের জন্য। তবে তিনদিন আমরা সকলকে বিচ্ছিন্ন করে দেখবো আমাদের এ পদক্ষেপ কতটা কার্যকর হয়েছে। তিনদিন পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড