• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চট্টগ্রামে আগুনে পুড়ল ১৬ বসতঘর

  বোয়ালখালী প্রতিনিধি, চট্টগ্রাম

২৮ ডিসেম্বর ২০২০, ১৭:০৪
অগ্নিকাণ্ড
অগ্নি দুর্ঘটনা (প্রতীকী ছবি)

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ১৬টি বসতঘর পুড়ে ছাই হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীলের রিভার ভিউ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

স্থানীয় পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডে অন্তত ১৬টি পরিবারের বসতঘর ভস্মীভূত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন- আবদুল করিম, ফজল করিম, আবুল কালাম, হাসিনা বেগম, শাহনাজ আকতার, আবদুর রশিদ, শামসুল আলম, আনোয়ার হোসেন, আবু জাফর, আবদুল কাদের, আবদুল হামিদ, আবু সৈয়দ, আবদুর রাজ্জাক, রোকন উদ্দিন, খোকন, কামাল হোসেন প্রমুখ। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন : গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে ঝরল তাজা এক প্রাণ

মেয়র জানান, আনোয়ার হোসেনের ঘরের গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই ওই ঘরসহ পার্শ্ববর্তী ঘরে আগুন লেগে যায়। তবে অগ্নিকাণ্ডের ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড