• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আঙুলের ছাপ নিয়ে ভোগান্তিতে ভোটাররা

  সারাদেশ ডেস্ক

২৮ ডিসেম্বর ২০২০, ১৫:৫৭
ছবি : সংগৃহীত

ঢাকার ধামরাই পৌরসভা নির্বাচনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোটার উপস্থিতি। সকাল থেকেই পৌরসভার বিভিন্ন কেন্দ্রে উৎসাহ উদ্দীপনার সঙ্গে ভোট দিতে আসেন ভোটাররা। তবে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় বিষয়টি বুঝতে সময় লাগছে ভোটারদের। পাশাপাশি নারীদের আঙুলের ছাপ ম্যাচ না করায় এবং মেশিন ঠিকমতো কাজ না করায় ধীরগতিতে চলছে ভোটগ্রহণ।

ধামরাই পৌরসভার ৩নং ওয়ার্ড আবদুস সুবহান মডেল হাইস্কুল কেন্দ্রে গিয়ে ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। গায়ের সঙ্গে গা ঘেঁষে ঠেলা ধাক্কার মধ্যে দিয়ে নারী এবং পুরুষ ভোটাররা আলাদা আলাদা লাইনে ভোট প্রদানের অপেক্ষা করছেন। কিন্তু ভেতরে ধীরগতিতে ভোটগ্রহণ চলায় দীর্ঘক্ষণ কক্ষের বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভোটারদের। ভোটারদের বেশিরভাগের মুখেই নেই মাস্ক। নিশ্চিত করা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব।

আফজাল হোসেন নামে একজন ভোটার অভিযোগ করেন, দীর্ঘক্ষণ ধরে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে পারছি না। তিন ঘণ্টা ধরে অপেক্ষায় রয়েছি কিন্তু ধীর গতির কারণে এখনও ভোট দিতে পারিনি।

কেন্দ্রটিতে থাকা উটপাখি প্রতীকের সমর্থক রায়হানুল ইসলাম অভিযোগ করেন, ভোটাররা ইভিএম পদ্ধতি না বোঝায় ভোটগ্রহণে বিলম্ব হচ্ছে। এছাড়া মেয়র পদে নৌকার প্রার্থীর পক্ষে থাকা এজেন্ট গান বুথের ভেতরে নৌকায় ভোট দেয়ার সঙ্গে সঙ্গে পানির বোতল মার্কায় চাপ দিয়ে দিচ্ছেন।

সাফিয়া আক্তার নামের একজন ভোটার অভিযোগ করেন, অসুস্থ শরীর নিয়ে সকাল থেকে কেন্দ্রের মধ্যে ঘুরছেন। কিন্তু তিনবার জাতীয় পরিচয়পত্র নিয়ে ভোটকেন্দ্রে গিয়েও তালিকায় নাম খুঁজে না পাওয়ায় ভোট দিতে পারেননি। এসময় তার জাতীয় পরিচয়পত্রের পেছনে আঙ্গুলের ছাপ নেই লেখা দেখা যায়।

কেন্দ্রটির দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাসান বলেন, এখন পর্যন্ত কেন্দ্রটিতে প্রায় ৩০ ভাগ ভোট পড়েছে। হয়ত নির্ধারিত সময়ে ভোট গ্রহণ সম্ভব হবে না। সেক্ষেত্রে ভোটার লাইনে থাকলে অতিরিক্ত সময়ের ব্যবস্থা করা হবে।

আমার কেন্দ্রে বিএনপির কোনো এজেন্ট এখনও পর্যন্ত আবেদন করেনি। যদি কেউ আবেদন করে তাকে ভেতরে বসার ব্যবস্থা করা হবে। এছাড়া আমার কাছে এখনও কোনো অভিযোগ আসেনি অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড