• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনী প্রেসক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

  ফেনী প্রতিনিধি

২৬ ডিসেম্বর ২০২০, ১৩:৫৬
পুরস্কার বিতরণ
মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ (ছবি : দৈনিক অধিকার)

মহান বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে ফেনী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের খায়রুল আলম পেয়ারু জিমনেশিয়ামে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। ফেনী প্রেসক্লাবের সভাপতি জসীম মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম জাকারিয়া, ফেনী মডেল থানার ওসি মো. আলমগীর হোসেন, সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি এ এন এম নুরুজ্জামান, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন প্রমুখ।

ফেনী প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো. ওমর ফারুকের সার্বিক তত্ত্বাবধানে ও ফেনী ব্যাডমিন্টন ক্লাবের সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক চৌধুরী এবং জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের সহযোগিতায় খেলাটি পরিচালনা করেন জেলার প্রবীন ক্রীড়া সংগঠক মো. নাসির উদ্দিন মজুমদার।

আরও পড়ুন : কুলাউড়ায় রাতভর প্রেমিকের লাশ পাহারা দিলেন প্রেমিকা

খেলায় অংশগ্রহণকারী ৮টি দলের মধ্যে এডিএম গোলাম জাকারিয়ার দল চ্যাম্পিয়ন ও প্রেসক্লাব ক্রীড়া সম্পাদক মো. ওমর ফারুকের দল রানার্সআপ শিরোপা অর্জন করে। এছাড়া খেলোয়াড়দের মধ্যে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন এডিএম মো. গোলাম জাকারিয়া ও ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন মো. ওমর ফারুক।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির নব-নির্বাচিত সভাপতি মো. এনামূল হক পাটোয়ারী, ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এন এন জীবন, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মহি উদ্দিন প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড