• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাজবাড়ী শহরে হিফজ মাদরাসায় অগ্নিকাণ্ড

  সারাদেশ ডেস্ক

২৫ ডিসেম্বর ২০২০, ১৭:৪৫
ছবি : সংগৃহীত

রাজবাড়ী জেলা শহরের ঐতিহ্যবাহী দারুল উলুম ভাজনচালা দাওরায়ে হাদিস মাদরাসার হেফজখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই মাদরাসার ব্যাপক ক্ষতি হলেও রক্ষা পেয়েছে ঘুমিয়ে থাকা ৪০জন ছাত্র ও অর্ধশতাধিক কোরআন শরিফ।

শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে।

আগুনে হেফজখানায় থাকা কিতাব, হাদিসের বই, শিক্ষার্থীদের পোশাক, লেপ, তোষকসহ দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সব ভস্মিভূত হয়। এছাড়া হেফজখানার সাথে গোডাউনে থাকা চাল, ডাল, লবণ পুড়ে যায়। তবে আগুনে কোরআন শরিফের কোনো ক্ষতি হয় নাই।

এদিকে, মাদরাসার অধ্যক্ষ ইলিয়াছ মোল্লার দাবি, আগুনে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে কী কারণে আগুন লেগেছে প্রাথমিকভাবে তা বলতে পারেন নাই।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ১ ঘণ্টা ২৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘর ও গোডাউনে থাকা সব পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড