• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

লক্ষ্মীপুরে ঠান্ডায় যমজ শিশুর মৃত্যু

  সারাদেশ ডেস্ক

২৪ ডিসেম্বর ২০২০, ২১:৪৩
ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় মাস বয়সী দুই যমজ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে ও দুপুরে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটির মৃত্যু হয়। একইদিন বাদ আছরের নামাজের পর মৃত শিশুদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মৃত দুই শিশু হাসান ও হোসাইন উপজেলার কেরোয়া ইউপির মোল্লারহাট দরগা খোলা এলাকার ইয়াকুব মৌলভি সাহেব বাড়ির প্রবাসী তৌহিদ মিয়ার ছেলে।

মৃত শিশুদের স্বজনরা জানান, দুই যমজ শিশু প্রায় নয় মাস আগে সিজারের মাধ্যমে ঢাকা মেডিকেল হাসপাতালে জন্ম নেয়। গত দুুইদিন থেকে তারা নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তাদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু মারা যায়।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেন বলেন, দুই যমজ শিশুকে সঠিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। অতিরিক্ত ঠান্ডায় তারা মারা গেছেন। শিশু দুটির মাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড