• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নওগাঁয় মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

  নওগাঁ প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২০, ১৭:৪৪
মানববন্ধন
মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে স্থানীয়দের মানববন্ধন (ছবি : সংগৃহীত)

নওগাঁয় মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থ-আত্মসাত ও নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ বাণিজ্যর অভিযোগ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পিড়াকৈর দাখিল মাদরাসার সুপারিন্টেনডেন্ট মিজানুর রহমান, সভাপতি ইব্রাহিম হোসেন ও বিদ্যোৎসাহী সদস্য খাইরুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠানটিতে আয়া পদে একাধিক প্রার্থীর নিকট থেকে নগদ টাকা গ্রহণের মাধ্যমে অবৈধ নিয়োগ দেন। একই সাথে জমি রেজিস্ট্রির নামে অর্থ আত্মসাত করেছেন সুপারিন্টেনডেন্ট মিজানুর রহমান, সভাপতি ইব্রাহিম হোসেন ও বিদ্যোৎসাহী সদস্য খাইরুল ইসলাম।

মানববন্ধনে স্থানীয়রা আরও বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে এই সব দুর্নীতি, অর্থ আত্মসাত ও অবৈধ নিয়োগ বাণিজ্যর সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এই সময় মানববন্ধনে অভিভাবক কমিটির সদস্য শফিকুল ইসলাম, ছাত্র অভিভাবক আব্দুল কুদ্দুস, সাদেকুল ইসলাম ও আব্দুল কাদের সহ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড