• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

  সারাদেশ ডেস্ক

২১ ডিসেম্বর ২০২০, ০৯:১৩
ছবি : প্রতীকী

চার ভাইবোনের সবার ছোট আবদুল্লাহ আল মামুন (৯)। মায়ের গর্ভে থাকতেই পিতাকে হারায় সে। জন্মের পর মা-বোনই ছিল তার পৃথিবী। ট্রাকের ধাক্কায় সেই পৃথিবী তছনছ হয়েছে নিমিষেই।

রবিবার বিকালে যশোরের চৌগাছা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রাস্তায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় বাইসাইকেল আরোহী মামুন নিহত হয়েছে।

মামুন আন্দুলিয়া গ্রামের প্রয়াত কাঠু মিয়ার ছেলে। সে আন্দুলিয়া দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, রোববার বিকাল পৌনে ৫টার দিকে বাইসাইকেলে আন্দুলিয়া-পুড়াপাড়া সড়কে যাচ্ছিল মামুন। পথিমধ্যে রামকৃষ্ণপুর এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘাতক ট্রাকটি শনাক্ত করতে পারেনি কেউ। পরিবারের লোকজন অভিযোগ করবে না বলে পুলিশকে জানিয়েছেন।

নিহতের স্বজনরা জানান, চার ভাইবোনের সবার ছোট আবদুল্লাহ আল মামুন। সে মায়ের গর্ভে থাকাকালীন পিতা স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। মা ও বোনেরা ছিল তার অবলম্বন। পরিবারের আদরের সন্তানকে হারিয়ে সবাই বাকরুদ্ধ। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড