• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যশোরের বাঘারপাড়ায় উপনির্বাচনে নৌকার বিজয়

  যশোর প্রতিনিধি

১০ ডিসেম্বর ২০২০, ২০:৩৪
নৌকা
ছবি : সংগৃহীত

নির্বাচন পূর্ববর্তী কয়েকটি সহিংসতার ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ভিক্টোরিয়া পারভিন সাথী বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।

ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হলেও উপজেলা সদর ও বাজার কেন্দ্রিক কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মত। নির্বাচনে পূর্ববর্তী রাত একটার দিকে স্বতন্ত্র প্রার্থী দিলু পাটোয়ারি ও নির্বাচনের দিন সকাল সকাল ৯ টায় বিএনপি মনোনীত প্রার্থী শামছুর রহমান ভোট বর্জনের ঘোষণা দেন।

এদিকে বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। সরেজমিনে সকাল ১০ টার দিকে দেখা গেছে উপজেলার পূর্ব পাইকপাড়া, দোহাকুলা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাঘারপাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদরাসাসহ বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের তেমন কোনো উপস্থিতি ছিল না।

তবে দোহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঁকড়ি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকালে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও দুপুর গড়াতেই বর্ণময় কিন্ডার গার্টেন, রহরমপুর, খলশি, ক্ষেত্রপালাসহ রায়পুর ও জহুরপুর ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

সন্ধ্যার পর থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফলাফল আসতে শুরু করে। পরে রাত সাড়ে ৮ টার দিকে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মোট ৬৩ কেন্দ্রের মধ্যে ৬২ টি কেন্দ্রের ফলাফল সংগ্রহ করা হয়। এতে নৌকা ১ লাখ ৫শ ৮৫ ভোট, ধানের শীষ ২ হাজার ২শ ৯৬ ও আনারস ১ হাজার ৭শ ৭০ ভোট পেয়েছেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড