• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

খোকসায় যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

  ওবাইদুর রহমান আকাশ, খোকসা

০৭ ডিসেম্বর ২০২০, ১২:৫৮
দুর্ঘটনা কবলিত বাস (ছবি : দৈনিক অধিকার)

কুষ্টিয়ার খোকসার পাইকপাড়া মির্জাপুরে (কুষ্টিয়া-রাজবাড়ি) সড়কে বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ২ জনের অবস্থা গুরুতর।

সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার পাইকপাড়া মির্জাপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, কুষ্টিয়া বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা অনিক সুপার ডিলাক্সের বাসটি (ঢাকা মেট্রো - জ ১১-০০৩৯) রাজবাড়ী যাচ্ছিল। পথে (কুষ্টিয়া-রাজবাড়ি) সড়কে খোকসা পাইকপাড়া মির্জাপুরে এক বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এদের মধ্যে গুরুতর আহত হয়েছে কোমরভোগ গ্রামের মোকার আলির ছেলে আতর আলী (৫৫), ও পাংশা নাচনা গ্রামের হাবিলের ছেলে রাকিব (৩৫)। তাদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনায় আহত অন্যদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে কয়েক জনকে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটির মালিকও আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানা গেছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড