• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সহপাঠীদের মার খেয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

  নরসিংদী প্রতিনিধি

০৩ ডিসেম্বর ২০২০, ১৯:১৮
নিহত
ছবি : সংগৃহীত

নরসিংদীতে স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে প্রথম বেঞ্চে বসাকে কেন্দ্র করে বিরোধের জেরে সহপাঠীদের মারধরের শিকার হয়ে মো. শুভ মিয়া (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

নিহত শুভ মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মো: লায়েছ মিয়ার ছেলে এবং নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের সহপাঠী ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (২৮ নভেম্বর) শুভ মিয়ার সঙ্গে নারায়ণপুর সরাফত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে শ্রেণিকক্ষের প্রথম বেঞ্চে বসাকে কেন্দ্র করে রিফাত প্রধান ও মোজাম্মেলের সাথে বিরোধ দেখা দেয়। এরই জেরে স্কুল ক্যাম্পাসে রিফাত ও মোজাম্মেলসহ আরো ৮/১০ জন মিলে শুভর মাথায় ও শরীরে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়। এরপর স্কুলের প্রধান শিক্ষকের কাছে জড়িতদের বিচার চেয়ে আহত অবস্থায় বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে শুভ। আঘাতে তার মাথায় রক্ত জমাট বেধে যায়। পরে শুভকে তার স্বজনরা প্রথমে স্থানীয় প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনার পাঁচদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে শুভ শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসনিুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত স্কুলছাত্রের মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। তবে বিষয়টি যেহেতু বেলাব থানার সেহেতু মামলাটি বেলাব থানায় দায়ের করা হবে বলেও জানান তিনি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড