• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরকীয়ায় জড়িয়ে স্বামীকে হত্যা, স্ত্রীসহ ৫ জনের ফাঁসি

  খাগড়াছড়ি প্রতিনিধি

০৩ ডিসেম্বর ২০২০, ১৭:৩৫
পরকীয়া
ছবি : সংগৃহীত

পরকীয়া প্রেমের জের ধরে স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে খাগড়াছড়িতে স্ত্রী রাবেয়া আক্তার (৩৫)সহ ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এই রায় ঘোষণা করেন। আসামী আবুল আসাদ ওরফে মিঠু পলাতক রয়েছে। বাকীরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

সাজাপ্রাপ্ত অপর আসামীরা হলেন রামগড় চৌধুরী পাড়ার মো. মানিক মিয়ার ছেলে মো. সাইফুল ইসলাম (২৪), একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. ফিরোজ (২৮), গুইমারা উপজেলার রেনুছড়া এলাকার শাহ আলমের ছেলে মো. আবুল কালাম (২২) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে মো. আবুল আসাদ ওরফে মিঠু (২০)।

জানা গেছে, মূলত পরকীয়ার জেরে রাবেয়া ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি টাকা দিয়ে খাগড়াছড়ির গুইমারা উপজেলার রবীন্দ্র পাড়ায় স্বামীকে গলা কেটে ও জবাই করে হত্যা করায়। পরে পুলিশ অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করে ঘটনার একদিন পর গুইমারা থানায় অজ্ঞাত আসামী দেখিয়ে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

এরপর পুলিশ তদন্ত শেষে একই বছরের ৫ সেপ্টেম্বর আদালতে চার্জশীট দাখিল করে। আদালত রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ৪ বছরের মাথায় এই রায় ঘোষণা করেন।

এদিকে রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট বিধান কানুনগো। তবে রায়ে অসন্তুষ্টি জানিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামী পক্ষের আইনজীবী মো. আরিফ উদ্দিন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড