• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ পজেটিভের উদ্যোগে কুষ্টিয়ায় শীতবস্ত্র বিতরণ

  সারাদেশ ডেস্ক

০১ ডিসেম্বর ২০২০, ১৮:৫১
বাংলাদেশ পজেটিভের উদ্যোগে কুষ্টিয়ায় শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ পজেটিভের উদ্যোগে কুষ্টিয়ায় শীতবস্ত্র বিতরণ

দেশে আস্তে আস্তে বাড়ছে শীতের দাপট। তাপমাত্রাও কমছে উল্লেখযোগ্য হারে। শীতার্ত মানুষকে একটু উষ্ণতা দিতে ‘Warmth is Coming' নামক একটি কাম্পেইন এর মাধ্যমে বাংলাদেশ পজেটিভ ফাউন্ডেশন সম্পূর্ণ নিজ অর্থায়নে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ৫০ এর অধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সম্পন্ন করেছে। উক্ত আয়োজনে উপস্থিতদের মাঝে কোভিড-১৯ স্বাস্থ্যবিধী বিষয়ক একটি সংক্ষিপ্ত সচেতনতা বক্তব্য রাখা হয় এবং সবাইকে মাস্ক বিতরণ করা হয়। কার্যক্রমটিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পজেটিভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুহাম্মাদ আলতামিশ নাবিল এবং সহ-প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী পরিচালক আনিসুর রহমান নান্টু।

ইতিপূর্বে করোনা পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা সৃষ্টিসহ “বাংলাদেশ পজেটিভ ফাউন্ডেশনের” উদ্যোগে বৃহত্তর খিলগাঁও এর ঘনবসতিপূর্ণ সিপাহীবাগ ক্লাব মোড়, নবীনবাগ, তিতাস রোড, সাহেরুনবাগ, তালতলা এবং মেরাদিয়া সরকারী উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে অস্থায়ী হাতধোয়ার ব্যবস্থা। এছাড়াও বিগত ঈদে ‘খুশির ঈদ বাজার’ নামক একটি কাম্পেইন এর মাধ্যমে তারা রাজধানীর বেশ কিছু পরিবারের কাছে এক সপ্তাহের প্রয়োজনীয় খাদ্য দ্রব্যাদি পৌছে দিয়েছে।

সমাজের সুবিধাবঞ্চিতদের পাশে থাকার পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের লক্ষে সামনেও কাজ করে যেতে চায় এ সংগঠনটি।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড