• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

৯৯৯- এ ফোন দিয়ে পুলিশকে বিভ্রান্ত, প্রতারক আটক

  বরিশাল প্রতিনিধি

৩০ নভেম্বর ২০২০, ২০:৪৫
বরিশাল
ছবি : সংগৃহীত

বরিশালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে নিরপরাধ দুই ব্যক্তিকে হত্যা ও ডাকাতি মামলার আসামি বলে অভিযোগ দিয়ে পুলিশকে বিভ্রান্ত করায় রেজাউল মোল্লা (৫০) নামে এক প্রতারককে আটক করা হয়েছে। তাকে আটক করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)।

সোমবার বিকালে বিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। আটককৃত রেজাউল পটুয়াখালী সদর উপজেলার উত্তর বাদুরা গ্রামের বাসিন্দা। সে নগরীর বিভিন্ন এলাকায় বালু ভরাটের কাজ করে।

উপ-পুলিশ কমিশনার খাইরুল আলম জানান, নগরীর ৩ নং ওয়ার্ড মতাসার এলাকার বাসিন্দা ও কাউনিয়া মরোকখোলা পোল জান্নাতুল এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. রিয়াজুল হক সরদার গত ২০১৯ সালের ৬ আগস্ট অজ্ঞাতদের হাতে খুন হন। তার লাশ লাকুটিয়া সড়ক তালতলার মোড়ের পাশে একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

উপ-পুলিশ কমিশনার খাইরুল বলেন, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। কিন্তু পটুয়াখালী সদর উপজেলার উত্তর বাদুরা গ্রামের বাসিন্দা রেজাউল মোল্লা এ হত্যা মামলায় নগরীর কাশীপুর ইছাকাঠী এলাকার বাসিন্দা হানিফ সিকদার ও গৌরনদীর বাটাজোর এলাকার বাসিন্দা জসিম সন্যামতকে ফাঁসাতে পুলিশের কাছে ভুল তথ্য দেয়। সে ৯৯৯ এ ফোন করে এবং ওই ২জনকে গ্রেপ্তারের জন্য পুলিশে ভুল তথ্য দেয়। এমনকি মামলার বাদী মৃত রিয়াজুল হকের স্ত্রী নাজমিন বেগমকেও ৯৯৯ এ ফোন দিয়ে বিভ্রান্তিতে ফেলে রেজাউল।

পুলিশ কর্মকর্তা খাইরুল জানান, পুলিশ নতুন করে ওই মামলা তদন্তে নেমে কথিত দুই ব্যক্তির কোন সংশ্লিষ্টতা পায়নি। এ অবস্থায় পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার কারণে প্রতারক রেজাউল মোল্লাকে আটক করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মো. ফজলুল করিম, এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান প্রমুখ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড