• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন

  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

৩০ নভেম্বর ২০২০, ১৫:৩২
দণ্ডপ্রাপ্তরা
দণ্ডপ্রাপ্তরা (ছবি : দৈনিক অধিকার)

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে মুকুল হত্যা (৩২) মামলায় ৭ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. রবিউল ইসলাম এ রায় দেন। তবে, ৭জন আসামির মধ্যে একজন আসামি পলাতক থাকায় বাকি ছয় আসামির উপস্থিতিতে এ রায় প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলো- শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের মো. ডলার, মো. সুইট, মো. আলাউদ্দিন, বাক্কার আলী, লাল মোহাম্মদ, ইসরাইল ও নামোটিকরি গ্রামের বাহার আলী। এদের মধ্যে সুইট পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের মুকুলের পরিবারের সাথে প্রতিপক্ষ সুইটদের দীর্ঘদিন ধরে জমিজমার বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে গত ২০১৫ সালের ৯ জানুয়ারি রাতে মুকুলকে কানসাট বিএন বাজারে সুইটের নেতৃত্বে বেশ কয়েকজন হাসুয়াসহ ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালালে ঘটনাস্থলে মুকুল মারা যায়।

এ ঘটনায় নিহতের পিতা রবিউল ইসলাম ১২ জানুয়ারি বাদী হয়ে শিবগঞ্জ থানায় ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীন ওসি (তদন্ত) মো. চৌধুরী জুবায়ের একই সালের ১১ আগস্ট সুইটসহ ২০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সাক্ষ্য প্রমাণ শেষে সোমবার দুপুরে আদালতের বিচারক উক্ত ৭ জনকে দোষী সাব্যস্ত করে উপরোক্ত রায়ে দণ্ডিত করেন। এ মামলার অপর ১৩আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড