• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ প্রকল্প: ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্তদের সংবাদ সম্মেলন

  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২০, ১৬:২৭
ব্রাহ্মণবাড়িয়া
ক্ষতিগ্রস্তদের সংবাদ সম্মেলন (ছবি: দৈনিক অধিকার)

ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণাধীন ডাবল রেলপথ প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত আখাউড়া-লাকসাম এলাকার পরিবারকে ক্ষতিপূরণ দিয়ে উচ্ছেদ অভিযান করার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে আখাউড়া পৌরশহরের দেবগ্রাম স্কুল মাঠে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর কৃষকলীগের সভাপতি ও ভুক্তভোগী হাজী আব্দুর রহিম। তিনি বলেন, আখাউড়া-লাকসাম ডাবল রেলপথ প্রকল্পের কারণে দেবগ্রাম এলাকার অর্ধশতাধিক পরিবারের বাড়িঘরসহ বহু গাছপালা রেলপথের আওতায় পড়েছে। কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে ক্ষতিপূরণ না দিয়ে বিনা নোটিশে গত ১৪ ও ১৫ নভেম্বর দেবগ্রাম এলাকায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের গাছপালা, ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা ভাঙ্গা শুরু করে। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাধার মুখে অভিযান বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এ সময় আখাউড়া-লাকসাম ডাবল রেলপথ প্রকল্পের উপ-পরিচালক (পুনর্বাসন) মো. ওমর ফারুক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আশ্বস্ত করেন যে ক্ষতিপূরণ দিয়েই উচ্ছেদ অভিযান করা হবে। কিন্তু দুই সপ্তাহ অতিবাহিত হয়ে গেলেও রেল কর্তৃপক্ষ আমাদেরকে ক্ষতিপূরণ দেয়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অভিযোগ, প্রকল্প কর্তৃপক্ষ ক্ষতিপূরণ না দিয়ে আমাদেরকে উচ্ছেদ করার পায়তারা করছে। প্রকল্প কর্তৃপক্ষ গত ২৭ নভেম্বর এলাকায় মাইকে প্রচার করেছে ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। এতে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারের মাঝে উচ্ছেদ আতঙ্ক বিরাজ করছে। উচ্ছেদ অভিযানের আগে ক্ষতিপূরণ দেওয়ার জন্য ঊর্ধ্বতন রেলওয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী পরিবারগুলো।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আখাউড়া-লাকসাম ডাবল রেলপথ প্রকল্পের উপ-পরিচালক (পুনর্বাসন) মো. ওমর ফারুক বলেন, এলাকাবাসীর আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। অফিসিয়াল জটিলতায় কিছুটা দেরি হলেও প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড