• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

  সারাদেশ ডেস্ক

২৯ নভেম্বর ২০২০, ১২:০৬
নিহর ছাত্রলীগ নেতা (ছবি : সংগৃহীত)

জমি নিয়ে বিরোধের জের ধরে বিয়ের এক মাস না যেতেই কক্সবাজারের চকরিয়া উপজেলায় মো. সোহেল রানা (২৭) নামে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চকরিয়া পৌর শহরের ভরামুহুরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সোহেল রানা চকরিয়া পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার পৌরসভার পালাকাটা এলাকার ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মো. রকিবের ছেলে। এ মাসেই তার বিয়ে হয়েছিল বলে জানান স্বাজনরা।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে দিবাগত রাত দেড়টার দিকে একদল চিহ্নিত সন্ত্রাসী মো. সোহেল রানার ওপর হামলা করে। এ সময় সন্ত্রাসীরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা রানাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

চকরিয়া থানার ওসি (তদন্ত) জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড