• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

পুকুরে বিষ দিল দুর্বৃত্তরা, কয়েক লাখ টাকার ক্ষতি

  ময়মনসিংহ প্রতিনিধি

২৭ নভেম্বর ২০২০, ১৫:২৭
পুকুরে বিষাক্ত গ্যাস
রাতের আঁধারে ব্যবসায়ীর পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট। (ছবি : সংগৃহীত)

ময়মনসিংহের তারাকান্দায় রাতের আঁধারে মাইজুল ইসলাম নামে এক ব্যবসায়ীর পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে কয়েক লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার বিসকা ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাইজুল ইসলাম উপজেলার বিসকা ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের আকবর আলীর ছেলে। তিনি গত ২০ বছরের বেশি সময ধরে মাছের ব্যবসা করেন।

মাইজুল ইসলাম বলেন, ৫৫ শতাংশ জমিতে পুকুর খনন করে এবং পাশে আরও দুটি পুকুরে কয়েক বছর ধরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছি। গতরাত সাড়ে ১২টার দিকে আমি পুকুর পাড় থেকে উঠে ঘরে গিয়ে শুয়ে পড়ি। ভোরে পরিবারের লোকজন পুকুর পাড়ে গিয়ে দেখে আমার ৫৫ শতাংশ জমির পুকুরের সব মাছ পানির ওপরে ভেসে মারা যাচ্ছে। এ অবস্থায় এলাকার লোকজন ছুটে এসে জাল দিয়ে পুকুর থেকে কিছু মাছ তুলে বাজারে পাঠানোর ব্যবস্থা করে।

তিনি আরও বলেন, এই পুকুরে ৬০ পিস হিসেবে কেজিতে পাবদা মাছ ছিল প্রায় ৩৫ মণের মত। দেশীয় রুই, কাতলা, মৃগেল, কারফিউ, ঘাস কার্প, লাট কার্পসহ বড় বড় দেশি মাছ ছিল প্রায় ২০ মণের মত। দুর্বৃত্তরা পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে সব মিলিয়ে প্রায় ছয় লক্ষাধিক টাকার মাছ নিধন করে আমাকে নিঃস্ব করেছে। তিনি এ বিষয়ে আইনের আশ্রয় নিবেন বলেও জানান।

আরও পড়ুন : রাজাপুরে ঢাকার ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার

এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের কোনো অভিযোগ এখনও কেউ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড