• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে ফি আদায়, প্রতিবাদে বরিশালে মানববন্ধন

  বরিশাল প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২০, ১৯:২৫
মানববন্ধন
ছবি : সংগৃহীত

প্রাণঘাতী করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও বরিশালে নানা অজুহাতে ফি আদায়ের অভিযোগ উঠেছে। টিউশন ফি, পরীক্ষার ফি, অ্যাসাইনমেন্ট ফি এর নামে স্কুল-কলেজ কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের কাছে অর্থ দাবী করছে। এর প্রতিবাদে বরিশাল নগরীতে বুধবার মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে বেলা ১২টায় অনুষ্ঠিত মানববন্ধনের সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা সভাপতি সাগর দাশ। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এর মহানগর প্রচার ও প্রকাশনা সম্পাদক বিরেন সিকদার, জেলা সংগঠক লামিয়া সায়মন ঝুমা, সোহান আহমেদ, সাইদুল ইসলাম, সুমাইয়া আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও নগরীর মথুরানাথ পাবলিক স্কুল, কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়, কাশিপুর গার্লস হাই স্কুল, কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মডেল স্কুল এন্ড কলেজ, শহীদ আলতাফ মাধ্যমিক বিদ্যালয়, সৈয়দা মজিদুন্নেছা বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা খাতের ফি এর নামে ৩০০০ টাকার অধিক আদায় করছে। ফি প্রদান না করলে শিক্ষা কার্যক্রম ব্যাহত করারও হুশিয়ারি দিয়েছেন ক্লাস টিচাররা। মানববন্ধন শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড