• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোম্পানীগঞ্জে পৃথক অভিযানে ডাকাতসহ আটক ২

  কোম্পানীগঞ্জ প্রতিনিধি, নোয়াখালী

২০ নভেম্বর ২০২০, ১৭:৫৯
ডাকাত
ছবি : সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৃথক অভিযানে এক ডাকাত এবং ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আটককৃত ডাকাত মিজানুর রহমান রুবেল (২৮)। সে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আবদুস সাত্তারের ছেলে। এছাড়া আটককৃত মাদক কারবারির নাম আবদুল শক্কুর (৫০)। সে উপজেলার রামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছমদ আলী মিয়াজী বাড়ির মৃত সাহাবুদ্দিনের ছেলে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে আটককৃত দুই আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হক জানান, তার নেতৃত্বে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামপুর ইউনিয়নের বাঞ্ছারামপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত মিজানুর রহমান রুবেলকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি ডাকাতির মামলা রয়েছে। এর আগে ২০১৮ সালে তাকে কোম্পানীগঞ্জে থানা পুলিশ ডাকাতির সময় অস্ত্রসহ আটক করে। পরে সে জামিনে এসে পুনরায় ডাকাতির সাথে যুক্ত হয়।

অপর দিকে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার রামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড থেকে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবদুল শক্কুরকে আটক করেন এবং এসআই মো. মাহফুজুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড