• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

গাইবান্ধা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

  গাইবান্ধা প্রতিনিধি

২০ নভেম্বর ২০২০, ১৭:৪৯
কৃষকলীগ
দীপক কুমার পাল (ছবি : সংগৃহীত)

গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় গাইবান্ধা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান। এর আগে শুক্রবার রাতে আদালতের নির্দেশনা পেয়ে জেলা শহরের বাড়িধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান তিনি।

ওসি মাহফুজুর আরও জানান, ২০১৪ সালে ঢাকার আদালতের এক মামলায় ঢাকা যুগ্ম মহানগর দায়রা জজ আদালত দীপক কুমার পালকে এক বছরের সাজা প্রদান করে। তবে তিনি আদালতে আত্মসমর্পণ না করায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

কারাদণ্ডপ্রাপ্ত দীপক পাল গাইবান্ধা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি জেলা শহরের আদর্শ কলেজ সংলগ্ন (বাড়িধাড়া) এলাকার দিবেন্দ্র নাথ পালের ছেলে। এছাড়া দীপক পাল রাজনীতির পাশাপাশি গাইবান্ধা থেকে প্রকাশিত দৈনিক জনসংকেত পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছে

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড