• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

লালমনিরহাটে ভারতীয় জামদানী ও কাতান শাড়ী উদ্ধার

  লালমনিরহাট প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২০, ১৬:৫৫
লালমনিরহাট
উদ্ধারকৃত ভারতীয় জামদানী ও কাতান শাড়ী (ছবি: দৈনিক অধিকার)

লালমনিরহাটের এসএ পরিবহনে পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস কাউন্টারে ১৯৩ পিস ভারতীয় জামদানী ও কাতান শাড়ী উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে গোয়েন্দা সংস্থা এনএসআই ও লালমনিরহাট সদর থানা পুলিশের যৌথ অভিযানে এ উদ্ধার কাজ শুরু করে। পরে এস এ পরিবহনের কাউন্টার থেকে বেড়িয়ে আসে একের পর এক অবৈধ শাড়ীর বস্তা। বস্তাগুলোতে দামী ভারতীয় জামদানী ও কাতান শাড়ী উদ্ধার করা হয়।

জানা যায়, বুড়িমারী হতে পাটগ্রাম ও পরে আদিতমারীতে গভীর রাতে এক ভ্যান চালক শাড়ীর বস্তাগুলো নিয়ে আসেন। পরে শাড়ীগুলো আদিতমারী হতে লালমনিরহাট এসএ পরিবহনে পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসে বুকিং করে চলে যান ওই ভ্যান চালক।

উদ্ধার অভিযান শেষে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের ম্যানেজার তপন চন্দ্রকে ও বুকিং সহকারী ইমরান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে লালমনিরহাট সদর থানা পুলিশ। জানা যায়, শাড়ীগুলো ঢাকার মিরপুরে জন্য বুকিং দেয়া হয়েছিল।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড