• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জয়পুরহাটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

  জয়পুরহাট প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২০, ১৭:০৩
জয়পুরহাট
ছবি : প্রতীকী

জয়পুরহাটে স্ত্রীকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী অনুকূল চন্দ্র মহন্তের বিরুদ্ধে।

বুধবার (১৮ নভেম্বর) ভোর রাতে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। জানা যায় সদর উপজেলার বেল আমলা এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান জানান, প্রায় ১০ বছর আগে পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছি উপজেলার কীর্তিপুর জাকেশ্বরপুর গ্রামের পাণ্ড মহন্তের মেয়ে মনিকা রানীর সঙ্গে অনুকূল মহন্তের বিয়ে হয়। বিয়ের পর জানতে পারে অনুকূল মাদকাসক্ত ও জুয়াড়ি। তাদের সংসারে অভাব ও কিস্তি দেয়া নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদের খবর পাওয়া যায়।

মঙ্গলবার বিকেলে নবান্নের দাওয়াতে পরিবারের লোকজন বেড়াতে গেলে সে সুযোগে গভীর রাতে স্ত্রীকে হত্যা করে বলে অভিযোগ উঠেছে অনুকূলের বিরুদ্ধে । সকালে বাড়ির দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে প্রবেশ করে খাটের পাশে মণিকার মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহান বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। গলার পাশে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড