• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবরস্থানে গুপ্তধনের মটকা!

  সারাদেশ ডেস্ক

১৮ নভেম্বর ২০২০, ১৬:২৪
কবরস্থান থেকে উদ্ধার হওয়া মটকা (ছবি : সংগৃহীত)

রাজশাহী মহানগরীর উপকণ্ঠে কাঁঠালবাড়িয়া এলাকায় ‘রাধার ভিটা’ নামে একটি কবরস্থানের ভেতর পুরনো আমলের দুটি মটকা (বড় পাত্র) পাওয়া গেছে। মটকা দুটির ভেতরে গুপ্তধন আছে ভেবে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাস্থল ঘুরে এসে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, বুধবার (১৮ নভেম্বর) সকালে পবার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ লোকজন নিয়ে কবরস্থানের কবরস্থানে পাওয়া মটকায় গুপ্তধন! এলাকায় হুলস্থূল কাণ্ডসংস্কার কাজ করছিলেন। তখন মাটি খুঁড়তে গিয়ে দুটি পাত্র পাওয়া যায়। এরপর স্থানীয় চেয়ারম্যান থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা।

অন্যদিকে এলাকার উৎসুক নারী-পুরুষ পাত্র দুটি দেখতে মুহূর্তের মধ্যেই সেখানে ভিড় জমান। পরে সবার উপস্থিতিতেই মটকা দুটির ভেতর থেকে মাটি বের করে আনা হয়। এগুলোর ভেতরে কোনো গুপ্তধন পাওয়া যায়নি। মটকা দুটি পোড়া মাটির তৈরি ছিল।

ওসি আরও জানান, মাটি বের করার সময় বড় পাত্রটি ভেঙে গেছে। আর ছোটটি আগে থেকেই ভাঙা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাত্র দুটি অনেক দিন আগের। কোনোভাবে মাটির নিচে চাপা পড়েছিল। যা দেখে সবাই এর মধ্যে গুপ্তধন আছে বলে হুলস্থূল কাণ্ড বাঁধিয়ে দেয়। পরে খালি পাত্র দেখে সবাই আবার যার যার বাড়ি ফিরে যায় বলেও জানান কাশিয়াডাঙ্গা থানার এই পুলিশ কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড