• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

৩ কার্যদিবসে ধর্ষণ মামলার রায়, মাদ্রাসা সুপারের যাবজ্জীবন

  মিরপুর প্রতিনিধি, কুষ্টিয়া

১৭ নভেম্বর ২০২০, ১৬:১৩
অধিকার
ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুর থানার মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় মাত্র তিন কার্যদিবসে রায় দিলেন আদালত। রায়ে আসামি মাদ্রাসা সুপার আব্দুল কাদেরকে যাবজ্জীবন (আমৃত্যু) কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টায় আসামির উপস্থিতিতে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় দেন। ওই জেলায় সবচেয়ে দ্রুত সময়ে রায় এটিই প্রথম।

আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল হালিম বলেন, মাত্র তিন কার্যদিবসে রায় হওয়ার বিষয়টি দেশে বিরল। দ্রুত এ রায়ের মাধ্যমে নির্যাতিত পরিবারটি ন্যায় বিচার পেয়েছে। এ রায়ের মাধ্যমে আদালতের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।

আগামীতে দ্রুততম সময়ের মধ্যে এ ধরনের রায় আরও হবে বলে আমরা আশা ব্যক্ত করেন তিনি।

আদালত সূত্রে জানা যায়, গত ৩ ও ৪ অক্টোবর মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ চকপাড়ায় সিরাজুল ইসলাম দারুল উলুম মরিয়ম নেসা মহিলা মাদ্রাসায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দুই দফায় ধর্ষণ করেন মাদ্রাসার সুপার আব্দুল কাদের। ঘটনার পর ০৫ অক্টোবর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওইদিন পুলিশ আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেন।

পরের দিন ০৬ অক্টোবর আব্দুল কাদের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ মামলার তদন্ত করে মাত্র সাতদিন পর গত ১৩ অক্টোবর তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন মিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতিক । এরপর গত ১২ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ মামলার চার্জ গঠন করেন।

১৩ ও ১৪ নভেম্বর সাপ্তাহিক ছুটি ছিল। ১৫ নভেম্বর বাদীসহ ১৩ জনের সাক্ষ্য নেন আদালত। বিচারকাজ শুরুর মাত্র তিনদিনের মাথায় মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ রায় দিলেন।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড