• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

লাশ আটকিয়ে রাখলেন পাওনাদার! 

  সারাদেশ ডেস্ক

১৩ নভেম্বর ২০২০, ১৮:১৫
করোনা
ছবি : সংগৃহীত

বাংলাদেশ টেক্সেস বারের সাবেক সভাপতি এডভোকেট আবদুল গফুর মজুমদারের জানাজা ও লাশ দাফনে শুক্রবার সকালে বাধা দিয়েছে এক পাওনাদার।

বাধার মুখে নাঙ্গলকোট উপজেলা সদরের এ আর উচ্চ বিদ্যালয় মাঠের জানাযা ভন্ডুল হয়ে যায়। এদিকে তার নিজ বাড়ি নাঙ্গলকোট পৌরসভার বেতাগাঁও গ্রামে তার লাশবাহীগাড়ি পাওনাদার ও তার লোকজন অবরুদ্ধ করে রাখায় ওই জানাজা বিলম্বিত হয়।

পরে নাঙ্গলকোট উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছু উদ্দিন কালু ও পৌর মেয়র আব্দুল মালেকের মধ্যস্থতায় স্থানীয় আওয়ামী লীগ নেতা একই গ্রামের জামাল উদ্দিন মজুমদার দায়িত্ব নিলে পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর নিজ বাড়িতে বেলা ১২টায় জানাযা শেষে তাকে দাফন করা হয়।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল গফুর মজুমদার বেতাগাঁও গ্রামের মৃত মাস্টার আইউব আলীর ছেলে ব্যবসায়ী নেছার উদ্দিন আহম্মেদ বাবুলের নিকট ২০১১ সালে বেতাগাঁও ও হরিপুর মৌজায় ৪ একর ২৪ শতক জমি এক কোটি ৫৬ লাখ টাকা বিক্রি করে স্টাম্পে লিখে চেকের মাধ্যমে টাকা গ্রহণ করেন। পরে ১৮৯ শতক সম্পত্তি জমিন কবলা দিয়ে বাকী ২৩৫ শতক সম্পত্তি জমি কবলা দিতে গড়িমশি শুরু করেন। এ নিয়ে কয়েক দফা স্থানীয়ভাবে সালিস বৈঠক বসে কিন্তু এডভোকেট আবদুল গফুর মজুমদারের ছেলে শুভ্রর প্ররোচনায় তিনি ইচ্ছা থাকলে ও বাবুলকে জমিন কবলা দিতে পারেনি।

এডভোকেট আবদুল গফুর মজুমদার বৃহস্পতিবার রাতে রাজধানীর শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। শুক্রবার সকাল সাতটায় লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসলে পাওনাদাররা তার লাশ অবরুদ্ধ করে রাখে।

ওডি/

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড