• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

চুয়াডাঙ্গায় ৪ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ

  চুয়াডাঙ্গা প্রতিনিধি

১৩ নভেম্বর ২০২০, ১২:২৩
শপথ গ্রহণ
চুয়াডাঙ্গায় ৪ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ (ছবি : দৈনিক অধিকার)

চুয়াডাঙ্গায় চার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ওই চার ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

এর আগে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক এবং রাজস্ব ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তারেক, পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন।

নবনির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন, নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (আওয়ামী লীগ), নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়ামিন আলী (স্বতন্ত্র), গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু (আওয়ামী লীগ) এবং ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম (আওয়ামী লীগ)।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, চেয়ারম্যানদের তৃণমূল পর্যায়ে এলাকার মানুষের সাথে মিলে মিশে কাজ করতে হবে। প্রতিবন্ধীদের উন্নয়নের অংশ করতে হবে। কাউকে পিছিয়ে রাখা যাবে না।

তিনি বলেন, ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয়ে ১ হাজার ১৭১ জনের ঘর নির্মাণের তালিকা সরকারের কাছে দিয়েছি। গৃহহীনদের ঘর দেওয়া হবে। ইতোমধ্যে ১৩৬ জনের ঘর দিয়েছি। এ কাজের সাথে আপনারাও সম্পৃক্ত হবেন। তবে গুণগত মান ঠিক রেখে কাজ সম্পন্ন করতে হবে। যাদের ১০ শতক জমি আছে এমন ৯ হাজার ৬৫৪ জনের নামের তালিকা পাঠানো হয়েছে। তাদেরও ঘর বানিয়ে দেব। মাথা গুজার ঠাঁই করে দিতে পারলে করে খেতে পারবে।

আরও পড়ুন : ময়মনসিংহে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আপনারা কাজ করবেন। সবচেয়ে বড় কথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি উপদেষ্টা সচিব ওয়াজেদ জয় ২০ লাখ দক্ষ লোক তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছেন। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন হবে। এর মধ্য দিয়ে আমরা ২০৪১ সালে বিশ্বে মাথা উঁচু করে থাকতে পারব।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড