• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র, ঈশ্বরদীতে বিক্ষোভ-সমাবেশ

  ঈশ্বরদী প্রতিনিধি, পাবনা

১২ নভেম্বর ২০২০, ১৯:২৫
পাবনা
ছবি : সংগৃহীত

ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে ধর্মপ্রাণ মুসল্লিরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ পাবনা জেলা শাখার উদ্যোগে প্রতিবাদী এ সব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন পাবনা জেলার সভাপতি মুফতি আসাদুজ্জামান। সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাইয়ের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন পাবনা জেলা সংগঠনের যুগ্ম সম্পাদক মোঃ মামুন, অর্থ সম্পাদক ছাইফুল ইসলাম, সংগঠনের উপজেলার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক এনামুল হক, ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ওলিউল্লাহ্‌ প্রমুখ। সমাবেশে বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ ধরনের ঘটনার জন্য বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোও আহ্বান জানান তাঁরা। তা না হলে সারা বিশ্বের মুসল্লিরা তীব্র আন্দোলন গড়ে তুলবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড