• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেনীতে এক অনুমোদনে জ্বলছে ৩৭ চুলা

  ফেনী প্রতিনিধি

১১ নভেম্বর ২০২০, ০৯:৪১
ছবি : প্রতীকী

ফেনী শহরের মহিপাল আদর্শ হাউজিংয়ে বহুতল ভবন 'জামাল ম্যানশন'। ভবনটির মালিক জামাল এন্ড সন্সের মালিক জামাল উদ্দিন। ওই ভবনে এক চুলার অনুমোদন নিয়ে জ্বালানো হয় ৩৭টি চুলা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাখরাবাদের ভিজিলেন্স টিমের অভিযানে অবৈধ এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বাখরাবাদ সূত্র জানায়, মঙ্গলবার শহরের মহিপাল আদর্শ হাউজিং সোসাইটিতে অভিযান চালানো হয়। অভিযানে ভিজিলেন্স টিমের ডিজিএম আজহার উদ্দিন, ম্যানেজার জসিম উদ্দিন, প্রকৌশলী সেলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযানকালে এক চুলার অনুমোদন নিয়ে ৩৭ চুলা জ্বালানোর দৃশ্য দেখতে পায় বাখরাবাদ কর্তৃপক্ষ।

বাখরাবাদের ফেনী এরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. সাহাবুদ্দিন জানিয়েছিলেন, আদর্শ হাউজিংয়ে একাধিক ভবনে অবৈধ সংযোগ থাকার তথ্য তাদের কাছে রয়েছে। বাখরাবাদ কর্তৃপক্ষ অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান অব্যাহত রেখেছে।

প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর মঙ্গলবারও আদর্শ হাউজিং সোসাইটির আবদুল্লাহ ম্যানশান ও রাজ্জাক ম্যানশনে অভিযান চালিয়ে অবৈধ ৪৫টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একটি চক্র টাকা হাতিয়ে নিয়ে জেলার বিভিন্ন স্থানে এসব অবৈধ সংযোগ দিয়েছে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড