• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মেহেরপুরে সাংবাদিকের ক্যামেরা ভাংচুর ও মারধর

  মেহেরপুর প্রতিনিধি

০৮ নভেম্বর ২০২০, ১৮:৪৪
মারধর
ছবি : সংগৃহীত

মেহেরপুরে টেলিভিশন চ্যানেল ডিবিসি’র জেলা প্রতিনিধি আবু আক্তার করণ ও বাংলাদেশ রায়টার্স এর জেলা প্রতিনিধি জাকির হোসেনকে মারধর করে ক্যামেরা ভাংচুর করেছে জেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল কাদেরসহ কয়েকজন।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে সমাজসেবা অফিসেই পেশাগত দায়িত্ব পালনকালে এই হামলার শিকার হন সাংবাদিকরা।

হামলার শিকার সাংবাদিক আবু আক্তার বরণ ও জাকির হোসেন জানান, আমরা সংবাদ সংগ্রহের জন্য জেলা সমাজ সেবা অফিসে যাই। পরে সমাজ সেবা কর্মকর্তা আব্দুল কাদের গোপন কক্ষে নিয়ে আমাদের আটকে রাখে। পরে আব্দুল কাদের একই অফিসের প্রবেশন অফিসার সাজ্জাদ হোসেন ও আব্দুল কাদের এর ব্যক্তিগত ড্রাইভার মিলনসহ বেশ কয়েকজন আমাদের মারধর করে ক্যামেরা ভেঙে দেয়।

পরে মেহেরপুর সদর থানার একটি দল গিয়ে সাংবাদিকদের উদ্ধার করে। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় আব্দুল কাদের, সাজ্জাদ হোসেন, মিলন শেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। সদর থানার ওসি শাহ দারা খান জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান জানান, আমি বিষয়টা শুনেছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড