• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

তেল সংগ্রহে দুর্ঘটনাকবলিত ট্রেনে মানুষের ভিড়!

  সারাদেশ ডেস্ক

০৭ নভেম্বর ২০২০, ১৬:৩৩
দুর্ঘটনাকবলিত ট্রেন
তেল সংগ্রহে দুর্ঘটনাকবলিত ট্রেনে মানুষের ভিড়! (ছবি : সংগৃহীত)

এক লাখ ৬০ হাজার লিটার তেল বহনের সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

ট্রেনটি সিলেট যাওয়ার পথে শনিবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় লাইনচ্যুত হয়।

এ দিকে তেলবাহী বগি লাইনচ্যুত হওয়ায় তেল ছড়িয়ে পড়েছে রেললাইনে ও আশপাশে। এই তেল সংগ্রহ করতে ভিড় করছে সাধারণ মানুষ। যে যেভাবে পারছেন তেল সংগ্রহ করছেন। কেউ বালতিতে করে কেউ গ্লাসে-মগে আবার কেউ ডেস্কি নিয়ে তেল সংগ্রহ করছেন। রীতিমত উৎসবের আমেজে চলছে তেল সংগ্রহ করছে।

ঘটনাস্থলে থাকা তানভীর আঞ্জুম নামে এক ব্যক্তি জানান, শত শত মানুষ তেল সংগ্রহ করছে।

বালতি নিয়ে তেল সংগ্রহ করছেন হামিদা বেগম। তিনি বলেন, কিসের তেল জানি না, তবে মাগনা পেয়েছি তাই আধা বালতি সংগ্রহ করেছি।

স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম বলেন, আমি তিন লিটারের মতো সংগ্রহ করেছি, এটা ডিজেল। কাজে না লাগলে বিক্রি করে দেব।

অন্যদিকে স্থানীয়রা বলছেন, ট্রেনের বগিগুলোতে ডিজেল ছিল।

আরও পড়ুন : পিটিয়ে ও পুড়িয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

বিষয়টিতে শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন জানান, সাতটি বগি লাইনচ্যুত হওয়ার পর সাধারণ মানুষ তেল সংগ্রহ করছে। বগিগুলোতে এক লাখ ৬০ হাজার লিটার অকটেন, ডিজেল ও কেরোসিন ছিল।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড