• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

নোয়াখালীতে আ. লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১২

  নোয়াখালী প্রতিনিধি

০৬ নভেম্বর ২০২০, ১০:৪০
আহত
নোয়াখালীতে আ. লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১২ (ছবি : দৈনিক অধিকার)

পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালী সদর উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের করমুল্যা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে আব্দুল হক নামে একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের অনেকেই নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন- করমুল্যা বাজার এলাকার আমিন উল্যার ছেলে আবদুল হক (৪৮), আমিন উল্লার ছেলে মো. সিরাজ (৫৫), ওবায়দুল্লার ছেলে আবদুর রহমান (৫০), সাইদুল হকের ছেলে কামাল উদ্দিন (৩২), মজিবুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭), ওবায়দুল্লার ছেলে আবদুর রহমান (৪০), নুর আলমের ছেলে দেলোয়ার হোসেন (২৫), আব্দুল কাদের ছেলে সালাহ্ উদ্দিন (১৯), আবদুল গনি ছেলে শহীদুল্লা (৪০), আলী আহম্মদের ছেলেলিটন (২৭) ও আব্দুল বেচুর ছেলে সিরাজ (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, এওজবালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান এবং বাবুল ডাক্তারের সাথে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র দ্বন্দ্ব চলছে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে বাকবিতণ্ডার জেরে দুই গ্রুপের মধ্যে স্থানীয় করমুল্যা বাজারে সংঘর্ষ বাধে।

আরও পড়ুন : চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া দৈনিক অধিকারকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে বিষয়টিতে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সুধারাম মডেল থানার এই কর্মকর্তা।

আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড